নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
অদ্য ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ মেহেরপুর জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং নাগরিক সেবাকে আরও গতিশীল করার জন্য জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে মেহেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা, আইন-শৃঙ্খলা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতেই সকাল ০৮:০০ ঘটিকায় মেহেরপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার জনাব মাকসুদা আকতার খানম, পিপিএম মহোদয়। মাস্টার প্যারেডে পুলিশ সুপার ফোর্সের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মাস্টার প্যারেড শেষে সকাল ০৯:৩০ ঘটিকায় মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার জনাব মাকসুদা আকতার খানম, পিপিএম-এর সভাপতিত্বে “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় মেহেরপুর জেলা পুলিশের সকল সদস্যদের বিভিন্ন সমস্যার বিষয়ে পুলিশ সুপার অবগত হন। কিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্যান্য সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য দায়িত্বশীলদের নির্দেশনা প্রদান করেন।
মাসিক কল্যাণ সভায় মেহেরপুর জেলা পুলিশের বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ডিসেম্বর ২০২৪ মাসে ৪২ জনকে অর্থ পুরস্কার এবং ৬৭ জনকে জিএস মার্ক প্রদান করেন।
ডিসেম্বর ২০২৪ মাসের বিশেষ পুরস্কার হিসেবে মেহেরপুর কোর্ট পুলিশ কার্যক্রমের স্বীকৃতি স্মারক পেয়েছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মানস রঞ্জন দাস, দক্ষ ইন্টেলিজেন্স ব্যবস্থাপনার স্বীকৃতি স্মারক পেয়েছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ ফিরোজুর রহমান, মাদকদ্রব্য উদ্ধার জনিত পুরস্কার পেয়েছেন এসআই (নিরস্ত্র) জনাব মোঃ আসাদুজ্জামান, ভবানীপুর পুলিশ ক্যাম্প, এসআই (নিরস্ত্র) জনাব উত্তম কুমার, মুজিবনগর থানা, এসআই (নিরস্ত্র) জনাব মোঃ আশরাফুল ইসলাম, ডিবি, এএসআই (নিরস্ত্র) জনাব মোঃ মাসুদ রানা, ডিবি, এএসআই (নিরস্ত্র) মোঃ নুর আলম, বৈকন্ঠপুর পুলিশ ক্যাম্প, সাজা ওয়ারেন্ট তামিলের স্বীকৃতি স্মারক পেয়েছেন এএসআই (নিরস্ত্র) জনাব মোঃ মনিরুজ্জামান, মেহেরপুর সদর থানা, এএসআই(নিরস্ত্র) জনাব মোঃ শফিকুল ইসলাম, মেহেরপুর সদর থানা, এএসআই (নিরস্ত্র) মোঃ তাওহিদুল ইসলাম, গাংনী থানা, মেহেরপুর।
মাসিক কল্যাণ সভায় পুলিশ অফিস, পুলিশ লাইন্স ও ৩ টি থানায় কর্মরত বাবুর্চি, ঝাড়ুদার এবং পরিছন্নতা কর্মীদের মাঝে পুলিশ সুপার কম্বল বিতরণ করেন।
মাসিক কল্যাণ সভা শেষে দুপুর ১২:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ডিসেম্বর ২০২৪ মাসের “মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা “ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলার পুলিশ সুপার জনাব মাকসুদা আকতার খানম, পিপিএম মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মেহেরপুর জেলার সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, মাদক নির্মূল, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে মেহেরপুর জেলার সকল শ্রেণির নাগরিকদের পুলিশিং সেবা প্রদানের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবদুল করিম এবং সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।