মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে অবস্থানকারী বেদে পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ খাদ্য সামগ্রী এবং শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসক ড. মুহম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে ৩০টি বেদে পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, চিনি, তেলসহ কম্বল বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, নাহিদ হোসেন, মোফাচ্ছের হোসেন,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, সচীব সানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।