Home » মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

কর্তৃক xVS2UqarHx07
198 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ফিতা কেটে ডিজিটাল উদ্বোধনী মেলার উদ্বোধন করেন। এবং পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জেলা প্রশাসক ডঃ মোঃ মনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন,মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় মেহেরপুরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্টল স্থান পেয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন