Home » মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট। পলিথিন রাখারদায়ে ব্যবসায়ীর জরিমান। 

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট। পলিথিন রাখারদায়ে ব্যবসায়ীর জরিমান। 

কর্তৃক xVS2UqarHx07
100 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

সরকারি আইন অমান্য করে পলিথিন বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীর নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বিকালের দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় মোবাইল কোট বসিয়ে ব্যবসায়ীর নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোট বসানো হয়।

 

জানা গেছে সরকারী আইন অমান্য করে মেহেরপুর শহরের বড় বাজার এলাকার আরশেদ আলী ছেলে ইউনুস আলী তার দোকানে অবৈধভাবে পলিথিন রাখে। এসময় সেখান থেকে বেশ কিছু পলিথিন উদ্ধার করা হয়। পরে মোবাইল কোট বসিয়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯০ এর ৬ এর খ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

 

এদিকে একই দিনে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় সবজি এবং মুদিখানার দোকান পরিদর্শন করে ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যমূল্যের তালিকা টানানো সহ বেশি লাভ না করার জন্য ব্যাবসায়ীদের প্রতি আহব্বান জানানো হয়। একই সাথে পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার রাখার পরামর্শ দেওয়া হয়।

 

এসময় জেলা কৃষি বিপনন কর্মকর্তা তারিকুল ইসলাম, সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম,পৌর স্যানেটারী ইন্সপেক্টর মনিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধিসহ পুলিশ বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন