Home » মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে পুরস্কার বিতরণ

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে পুরস্কার বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
179 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা পর্যায়ে শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শীর্ষক নৃত্য,সঙ্গীত,রচনা অঙ্কন এবং কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতা শেষে বিজয়ের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় সহকারী জেলা শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসাফউদ্দৌলা, এসএম জয়নুল ইসলাম, মুহাম্মদ জহিরুল ইসলাম, এহসানুল হাবিব,প্রধান শিক্ষক নুরুল গনি, ফৌজিয়া আফরোজ তুলি,নুরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে মেহেরপুরের তিন উপজেলার বিজয়ীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন