Home » মেহেরপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
172 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বাবু সুব্রত পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ড. শামিম আল সাইফুল সোহাগ।

জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান ও শহীদ সরফরাজ হোসেন মৃদুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবীর, শেখ জসীমউদ্দীন, জেমস স্বপন মল্লিক বাবু, অ্যাডভোকেট হুমায়ুন কবির, রেজাউল ইসলাম রেজা, জাকিরুল ইসলাম জাকির।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক আল মামুন,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফিক আমাল পলাশ, পৌর যুবলীগের সভাপতি শেখ কামাল,মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু প্রমূখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন