নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলার দুই উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২৮ নভেম্বর রবিবার জেলার সদর উপজেলার ২টি এবং গাংনী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল রবিবার মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর এবং বুড়িপোতা ইউনিয়ন নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোতে ব্যালট বক্স সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণ করা হয়েছে।
শনিবার বেলা ১২ টার দিক থেকে মেহেরপুর সদর উপজেলার দুটি ইউনিয়নের ২৭ টি কেন্দ্রের জন্য ব্যালট বক্স সহ নির্বাচনী কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি প্রদান করা হয়। ভোট কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা এসকল সামগ্রী গ্রহণ করেন এবং নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন।
বুড়িপোতা এবং কুতুবপুর ইউনিয়নের নির্বাচন পরিচালনার দায়িত্ব নিয়োজিত রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার কবীর হোসেন উপস্থিত থেকে ব্যালট বক্স সহ নির্বাচনী কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি প্রদান করেন। রবিবার সকালে ব্যালট পেপার প্রদান করা হবে।
এদিকে রবিবার ইউপি নির্বাচন সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূর্বের মতই এ দুই উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য সহ প্রতি কেন্দ্রে সদস্যের সাথে আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনী এলাকায় ম্যাজিষ্ট্রেট এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বরত থাকবেন। এ ছাড়াও সাদাপোশাকে পুলিশ এবং বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলরত থাকবে বলে জানাযায়।