আজকের মেহেরপুর ডেস্ক:
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত মেহেরপুরের মুজিবনগর উপজেলার ৪জন এবং গাংনী উপজেলার ৫ জন নবনির্বাচিত চেয়ারম্যানের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ।
বৃহস্পতিবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন নিলু, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন, দারিয়াপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মাহবুবুল আলম রবি, মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান।
গাংনী উপজেলা কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল আহমেদ, তেতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা এবং বামুন্দি ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুর রহমান চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ শেষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছেন। বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুরের মুজিবনগর গাংনী উপজেলার ৯ জন নবনির্বাচিত চেয়ারম্যান মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথগ্রহণ শেষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।