Home » মেহেরপুর জেলায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মেহেরপুর জেলায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
299 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নাহিদুল ইসলাম(২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার(০৩মে) ঈদের দিন সন্ধ্যায় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত মাহিদুল ইসলাম সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামের আশরাফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,নাহিদুল ইসলাম সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে যাবার পথে আমঝুপি খামারের রাস্তা পার হওয়ার সময় একটি ছেলের সাথে ধাক্কা খেয়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় অবস্থার অবনতি হলে মধ্যরাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহ্-দারা-খান পিপিএম জানান, দুর্ঘটনায় নিহত বিষয়টি নিশ্চিত করেছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন