Home » মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে বার্ষিক পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত

মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে বার্ষিক পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
105 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

অদ্য ০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ সকাল ০৯:৩০ ঘটিকার সময় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে বার্ষিক পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়। সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষ প্যারেড পরিদর্শন করেন ড. খঃ মহিদ উদ্দিন (বিপিএম- বার), ডিআইজি খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা। উক্ত প্যারেডের অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব অপু সরোয়ার। এ সময়
প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
সম্মানিত খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন (বিপিএম-বার) মহোদয় প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন। প্যারেডের মান অধিকতর ভাল ও অফিসার ফোর্সের ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিত ভাবে প্যারেড অনুশীলন করার নির্দেশ প্রদান করেন।
পরিশেষে পুলিশ লাইন্স ড্রীলশেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত প্যারেড ও কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন
সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রাফিউল আলম, জনাব মোঃ জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), আরআই পুলিশ লাইন্সসহ মেহেরপুর জেলার সকল থানা, ফাঁড়ী এবং পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সবৃন্দ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন