আমঝুপি অফিস:
মেহেরপুর জেলার সাংবাদিকদের জন্য ৩ দিনব্যাপী সংবাদ প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে ও মেহেরপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পৃথক ভাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সিনিয়র সাংবাদিক তুহিন অরণ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে তুহিন অরণ্য বলেন, প্রশিক্ষণের কোনো বয়স নেই। মানুষের প্রতিটি ক্ষেত্রেই শিক্ষার অনেক কিছু রয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন করা খুবই জরুরি।
তিনি আরও বলেন, যেকোনো প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি মেহেরপুরের সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য পিআইবিকে ধন্যবাদ জানান।
প্রশিক্ষণে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।। প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহযোগী অধ্যাপক ড.জামিল খান, পিআইবির প্রশিক্ষক শাহ আলম।