Home » মেহেরপুর জেলায় নতুন করে ৩১ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রামক শনাক্ত হয়েছে

মেহেরপুর জেলায় নতুন করে ৩১ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রামক শনাক্ত হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
215 ভিউজ

নিজস্ব প্রতিবেদক

মেহেরপুর জেলায় নতুন করে ৩১ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রামক শনাক্ত হয়েছে। এ নিয়ে বর্তমানে জেলায় মোট ২২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১২০ জন, গাংনী উপজেলার ৬৩ ও মুজিবনগর উপজেলার ২৮ জন রয়েছেন। এছাড়াও জেলাতে এ পর্যন্ত ৪ হাজার ৫৪৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন। বুধবার রাতে রাতে সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, এসময় করোনায় আক্রান্ত হয়ে কেউ মৃত্য বরণ করেনি। এ জেলায় মোট ১৮২ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। এর মধ্যে সদর উপজেলায় ৮৪ জন, গাংনী উপজেলায় ৫৮ জন এবং মুজিবনগর উপজেলায় ৪০ জন। স্বাস্থ্যবিধি না মানা, সামাজিক দূরত্ব বজায় না রাখা, মাস্ক পরিধান না করায় সংক্রমণ বাড়ছে বলে মনে করেন তিনি।

বুধবার জেলাতে ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ২ হাজার ৫৬৮ ডোজ । এযাবত মেহেরপুরে মোট ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৯ লক্ষ ১২ হাজার ২৪৯ ডোজ। এর মধ্যে পুরুষ-৪ লক্ষ ২৬ হাজার ৮১ ও মহিলা-৪ লক্ষ ৮৬ হাজার ২৬৮। তার মধ্যে ১ম ডোজ-৫ লক্ষ ১৩ হাজার ৮০৮ ও ২য় ডোজ-৩ লক্ষ ৯১ হাজার ৩০৩ এবং ৩য় ডোজ-৭ হাজার ১৩৮।

০ মন্তব্য

You may also like

মতামত দিন