আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর ডিবি’র মাদকবিরোধী অভিযানে শাহিনুর রহমান স্বাধীন এবং শিমুল শেখ নামের দুই মাদক সেবিকে ফেন্সিডিল সহ আটক।
রবিবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার শাহীনুর রহমান স্বাধীন (২৮)মেহেরপুর সদর উপজেলা যাদবপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং শিমুল মাগুরার হারুন শেখের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এস আই জুম্মানের নেতৃত্বে এস আই মহাসিন, এএসআই হেলাল সহ সঙ্গীয় ফোর্স ময়ামারি গ্রামে অভিযান চালান। এ সময় ওই দুজনকে গ্রেফতার করার পর তাদের নিকট থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনা আটক দুই ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।