আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া পাগলীর মৃতদেহ মেহেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার দুপুরের দিক বি জি বি- বি এসএফের পতাকা বৈঠক শেষে মৃত ব্যক্তিকে বেওয়ারিশ হিসেবে মরদেহ মেহেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মেহেরপুর সদর থানার এসআই আব্দুল মজিদ, বেওয়ারিশ হিসেবে লাশ গ্রহণ করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। এর আগে দুপুরে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরের দিকে ১১৯ নং মেইন পিলারের কাছে ভারতের নদিয়া জেলা তেহট্ট থানার ৮২ বিএসএফের বেস্ট গঞ্জ কোম্পানির ইন্সপেক্টর ধর্মেন্দ্র ত্রিপাঠি এবং বিজিবি বুড়িপোতা কোম্পানি কমান্ডার সুবেদার শেখ শহীদের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর থানার এসআই আব্দুল মজিদ জানান ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে।