Home » মেহেরপুর দৈনিক দেশ রূপান্তর তৃতীয় তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহেরপুর দৈনিক দেশ রূপান্তর তৃতীয় তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কর্তৃক xVS2UqarHx07
187 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় তম জন্মদিনে কেক কেটে পালন করা হয়। স্থান মেহেরপুর প্রেসক্লাব-অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দেশ রূপান্তর মেহেরপুর জেলা প্রতিনিধি তুহিন আরন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসূল- অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুজ্জামান রিটন- মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন- সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু- সহ-সভাপতি ফারুক মোলীক- প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি রফিকুল আলম- মিজানুর রহমান- উপদেষ্টা কামরুজ্জামান খান- ওয়াজেদুল হক – জয়েন্ট সেক্রেটারি রামিজ আহসান- কোষাধক্ষ্য জিএফ মামূন লাখি- সাবেক দপ্তর সম্পাদক আবু সাঈদ-নির্বাহী সদস্য রাশেদুজ্জামান-সাবেক নির্বাহী সদস্য আসিফ ইকবাল-ৱেজা আন উল বাশাৱ তাপস- সাধারণ সদস্য আকতারুজ্জামান -মীর মাহলায়ে শিশির- সহ অন্যান্য অতিথিৱা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন