ভ্রাম্যমাণ প্রতিনিধি ইউনুছ আলী:
মেহেরপুর সদর উপজেলার মনোহারপুর গ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার সময় বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৫০) নামের এক মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছোট জমজ ভাই মুন্টু মিয়া (৫০)। হতাহতের বাড়ি মনোহারপুর গ্রামে।
আজ মঙ্গলবার (৩ মে) সকালের দিকে গ্রামের একটি মনােহরপুর গ্রামের ঈদগাহে ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকালের দিকে গুড়ি-গুড়ি বৃষ্টি ও মৃদৃ বাতাস হচ্ছিল। বুষ্টি উপেক্ষা করে আব্দুর রাজ্জাক ও তার জমজ ছোট ভাই মুন্টু গ্রামের ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে যাচ্ছিলেন। পথে মধ্যে আকস্মিক একটি বজ্রপাত দু’ভাইয়ের শরীরে আঘাত করে । এসময় তারা মারাত্বক ভাবে আহত হয়।
অন্যান্য মুসল্লিরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে,কর্তব্যরত ডাক্তার আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন। তার ছোট ভাই আহত মুন্টু হাসপাতালে ভর্তি রয়েছেন। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।