Home » মেহেরপুর পিডিবির সহকারি লাইনম্যান নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন

মেহেরপুর পিডিবির সহকারি লাইনম্যান নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন

কর্তৃক xVS2UqarHx07
206 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

নিজেকে কোনরকম সুরক্ষিত না করে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন মেহেরপুর পিডিবির সহকারি লাইনম্যান আব্দুল জলিল।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের পিডিপি অফিসের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল জলিল মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের জাফর আলীর ছেলে।

জানা গেছে মেহেরপুর পিডিবির অস্থায়ীভাবে নিয়োগ প্রাপ্ত আব্দুল জলিল নিজেকে সুরক্ষিত না করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে বিদ্যুতের খুঁটিতে ওঠে কাজ করছিল।এসময় বিদ্যুৎ এর লাইন সচল রেখে কাজ করার সময় হঠাৎ করে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। তারের উপর সে বেশ কিছুক্ষণ ঝুলতে থাকে। নিচে অসংখ্য মানুষ জড়ো হলেও তাকে উদ্ধার করার জন্য কোন ব্যবস্থা না পেয়ে শেষ পর্যন্ত মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে খবর দেওয়া হয়।

মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলিলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়া হয় । তার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন