Home » মেহেরপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মেহেরপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
160 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে সামাজিক দুরত্ব বজায় রেখে পুলিশ লাইন ড্রিলসেড মিলনায়তনে পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় তিনি বলেন, সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে।

পরে সেখানে মাদক উদ্ধার সহ বিভিন্ন সফলতা অর্জনকারী কয়েকজন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। এসময় বাহিনীর সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের সিদ্ধান্ত দেয়া হয়। মাসিক কল্যাণ সভা মেহেরপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন