মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর “পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এ অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার রাতে পুলিশ লাইন ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জুটি ২-০ সেটে মুজিবনগর থানাকে পরাজিত করে। পরে বিজয়ীদের মাঝে ও্ পুরস্কার বিতরণ করা হয়।
পুলিশ সুপার মোঃ রাফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সরোয়ার,সদর থানার ওসি শাহা দারা খান, ডিবির ওসি জুলফিকার আলীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ শেখ সেখানে উপস্থিত ছিলেন।