Home » মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল-এর ইন্তেকাল

মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল-এর ইন্তেকাল

কর্তৃক xVS2UqarHx07
237 ভিউজ

নিজস্ব প্রতিনিধিঃ

মেহেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার সকালে (৭নভেম্বর-২১) মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলে-সন্তান, আপনজন, আত্মীয়-স্বজন, বহু গুনগ্রাহী রেখে স্রষ্টার ডাকে সাড়া দিয়ে না ফিরার দেশে পাড়ি দিয়ে চলে গেছেন।
:
[(ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রজি’ঊন। আল্লা-হুম্মা আজিরনী ফী মুসীবাতী ওয়াআখলিফলী খইরম্ মিনহা), অর্থ: আমরা আল্লাহর জন্য এবং আমাদের তাঁরই দিকে ফিরে যেতে হবে। হে আল্লাহ !আমাকে আমার বিপদের বিনিময়ে সওয়াব দাও এবং যা হারিয়ে গেছে তা অপেক্ষা উত্তম কিছু প্রদান কর।]

মেহেরপুর পৌরসভার বিভিন্ন স্তরের মানুষ মরহুম জাফর ইকবালের অকাল মৃত্যুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছে। এবং সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। রেখে যাওয়া পরিবারের সকল সদস্য বর্গের প্রতি সমবেদনা ও সদস্যদের যেন সৃষ্টিকর্তা ধর্যধারণ করার তৌফিক দান করেন। আমিন।।

০ মন্তব্য

You may also like

মতামত দিন