Home » মেহেরপুর বারাদীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র গুরুতর আহত

মেহেরপুর বারাদীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র গুরুতর আহত

কর্তৃক xVS2UqarHx07
218 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারের অদূরবর্তী বারাদী মাদ্রাসার নিকট সড়ক দুর্ঘটনায় আবু সুফিয়ান আকাশ (৮) নামের এক মাদ্রাসা ছাত্র গুরুতর জখম হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বারাদী মাদ্রাসার নিকট এ দুর্ঘটনা ঘটে। আকাশ পাটকেলপোতা গ্রামের মোস্তাক আলীর নাতীছেলে এবং বারাদী মাদীনাতুল উলুম কওমীয়া মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র। ঘটনাস্থল থেকে জানা যায়, মাদ্রাসা থেকে পরীক্ষা শেষ করে আকাশ তার বন্ধু আতিকুলকে নিয়ে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলো। কিছুদূর যাওয়ার পর আতিকুল সাইকেল থেকে আচমকা লাফ দিলে আকাশ নিয়ন্ত্রণ হারায়, এসময় বিপরীত দিক থেকে আসা রেনাটা লিঃ এর একটি ঔষধ সরবরাহকারী পিক-আপের সাথে সজোরে ধাক্কা খেয়ে রাস্তার পাশেই ছিটকে পড়ে আকাশ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আকাশকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। নাক এবং কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে রেফার্ড করে। অপর দিকে খবর পেয়ে বারাদী ক্যাম্প পুলিশ কলাইডাঙ্গা গ্রাম থেকে ঘাতক পিক-আপের (নং যশোর ড ১১-১০০৬) চালকসহ গাড়িটি আটক করে ক্যাম্প হেফাজতে আনেন। গাড়ীচালক ভাসান(২২) চুয়াডাঙ্গার দর্শনা থানার আকুন্দবাড়ীয়া গ্রামের আজিজুল হকের ছেলে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন