আমঝুপি অফিস:
বালু বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় ফরজ আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে ফরজ আলীর মৃত্যু হয়।ফরজ আলী মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে সকালের দিকে ফরজ আলী সাইকেলযোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর এর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বালু বোঝাই একটি গ্রাম ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ফরজ আলী মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।