নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ নাসিম ও মামুন নামের দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাসিম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মাসুমের ছেলে। এবং মামুন নগর বোয়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের ক্রিকেট থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।