Home » মেহেরপুর মুজিবনগর ৪ টি ইউপি নির্বাচনে ৪ জনই স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

মেহেরপুর মুজিবনগর ৪ টি ইউপি নির্বাচনে ৪ জনই স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

কর্তৃক xVS2UqarHx07
223 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় দুই-একটি বিছিন্ন ঘটনা বাদে শান্তিপূর্ণ পরিবেশে ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ে ৪ জনই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে মোনাখালি,দারিয়াপুর,বাগোয়ান ও পিরোজপুর ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোনাখালি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান মফিজ, বাগোয়ান ইউনিয়নে আয়ূব হোসেন ও মহাজনপুর ইউনিয়নে আমাম হোসেন মিলু চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়াও দারিয়াপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এ এস এম মাহবুব আলম চেয়ারম্যান হিসাবে জয়লাভ করেছেন।

মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নে ৬ হাজার ২৩৫ ভোটে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে মফিজুর রহমান মফিজ চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত রফিকুল ইসলাম গাইন নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৭১২ ভোট পেয়েছেন।

দারিয়াপুর ইউনিয়নে ৩ হাজার ৯৪৪ ভোটে এ এস এম মাহবুব আলম ঘোড়া মার্কা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মুস্তাকিম হক খোকন নৌকা প্রতীক নিয়ে ২ হাজার ১৫৩ ভোট পেয়েছেন।

বাগোয়ান ইউনিয়নে ১২ হাজার ৭৩৪ ভোটে আনারস মার্কা প্রতীক নিয়ে আয়ূব হোসেন চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত কুতুব উদ্দীন নৌকা প্রতীক নিয়ে ১০ হাজার ৯৯২ ভোট পেয়েছেন।

মহাজনপুর ইউনিয়নে ৬ হাজার ১২৪ ভোটে আনারস মার্কা প্রতীক নিয়ে আমাম হোসেন মিলু চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত রেজাউর রহমান নান্নু নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৩৯ ভোট পেয়েছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন