মেহেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় শান্তি ও সম্প্রীতি র্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মেহেরপুর জেলা শাখা।
মঙ্গলবার বিকেলে এ শান্তি ও সম্প্রীতি র্যালী, সমাবেশ করা হয়।মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে শান্তি ও সম্প্রীতি র্যালীটি মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সদর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক আল মামুন, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, যুবলীগ নেতা বিপ্লব,জেলা ছাত্র লীগের সহ-সভাপতি শোভন সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল প্রমূখ।