নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর শহরের হোটেলবাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি দোকানের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সজল আহমেদ। অভিযানে মেহেরপুর শহরের হোটেল বাজার শাহ আলম পৌর মার্কেটে মেসাস মোহন স্টোর এবং পলাশ স্টোর দোকানকে জরিমানা করা হয়। ওই দোকানে মানসম্পন্ন নয় এমন মালামাল রাখার দায়ে ২ দোকানের মালিকের নিকট থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।