Home » মেহেরপুর সড়ক দুর্ঘটনায় আহত সদর থানার বিএনপি’র সাধারণ সম্পাদক কে দেখতে গেলেন জেলা বিএনপির সহ সভাপতি

মেহেরপুর সড়ক দুর্ঘটনায় আহত সদর থানার বিএনপি’র সাধারণ সম্পাদক কে দেখতে গেলেন জেলা বিএনপির সহ সভাপতি

কর্তৃক xVS2UqarHx07
412 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলাৱ বিএনপি’র সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম গত কয়দিন আগে আমঝুপি মেহেরপুর সড়কে চাঁদবিল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তাৎক্ষণিকভাবে মেহেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রিফার করেন এবং ঢাকায় থেকে চিকিৎসা নিয়ে নিজ বাসায় ফিরলে- মেহেরপুর জেলা বিএনপি সহ-সভাপতি ওমর ফারুক লিটনসহ তার নেতাকর্মীদের নিয়ে আহত সাইফুল ইসলাম কে দেখতে যান- এবং কিছুক্ষণ তার বাসায় অবস্থান করেন চিকিৎসার খোঁজখবর নেন তিনি- এ সময় উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব মোস্তাক রাজা- বিশিষ্ট সমাজ সেবক মোয়াজ্জেম হোসেন – সাখাওয়াত হোসেন- যুবদলের নেতা হাসানুজ্জামান( বিপলূ)- আব্দুল মালেক- আব্দুল্লাহ- ফাৱদুল- মিজান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন