আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যদ্রব্য উদ্ধার করে সেগুলো বিনষ্ট করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের কোট সড়ক থেকে এসকল খাদ্যসামগ্রী উদ্ধার করে বিনষ্ট করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে দুপুরের দিকে মেহেরপুর কোট সড়ক থেকে জুয়েল হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে খাদ্যসামগ্রী উদ্ধার করে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫৪ ধারায় এ সকল পণ্য উদ্ধার করা হয়।