নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে মেয়াদবিহীন দই,বিভিন্ন রকমের চকলেট, চিপস,আইচবার রোবো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামী নেতৃত্বের দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর বাজারে আঃ মান্নানের নুরমহাম্মদ দোকান তল্লাশি করে মেয়াদবিহীন দই,বিভিন্ন রকমের চকলেট, চিপস,আইচবার রোবো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই দিনে হিজুলী মধ্যপাড়া মিলন ষ্টোর পরিদর্শন করে কালারিং কদমা মেয়াদবিহীন জব্দ করা হয়েছে।