আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুর শহর সমাজসেবা অধিদপ্তর কর্তূক বাস্তবায়িত সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে মেহেরপুর শহর সমাজসেবা অফিস মিলনায়তনে চেক বিতরণ করা হয়।
শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩১ জনের মাঝে ১২ লক্ষ টাকা ঋণের চেক বিতরণ করেন। মেহেরেপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে শহর সমাজসেবার অফিসার মোঃ সোহেল মাহমুদ,মিজানুর রহমান হিরণ প্রমূখ উপস্থিত ছিলেন।