নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসিফ হোসেন আদিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব, মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকার নাঈন বাইজিদ প্রমূখ।
এর আগে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে একটি র্যালী বের করা হয়। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধনের নেতৃত্বে র্যালীটি সরকারি কলেজ থেকে শুরু করে কলেজ মোড় হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকারনাইন বায়জিদসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।