Home » মেহেরপুর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত ২০২১-২২ শিক্ষাবর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মেহেরপুর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত ২০২১-২২ শিক্ষাবর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কর্তৃক xVS2UqarHx07
181 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মাতানো সব আয়োজন আর নান্দনিক উপস্থাপনার মধ্য দিয়ে মেহেরপুর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হল ২০২১-২২ শিক্ষাবর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার কলেজের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত মনোমুগ্ধকর এই আয়োজনে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, কথা সাহিত্যিক রফিকুর রশীদ, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা।নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রোজি উদ্দিন, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. গাজী রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর এ কে এম সোলায়মান আলী প্রমূখ।

পরে কলেজের নবীন ছাত্রীদের মুখে মিষ্টি তুলে দিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয়। নবীন বরণ অনুষ্ঠানে কলেজের ছাত্রীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে দীর্ঘ প্রায় দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর সম্প্রতি সরকারি সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর পরই ঐতিহ্যবাহী মেহেরপুর সরকারি মহিলা কলেজের নবীনবরণ কে ঘিরে কলেজ চত্বর মুখরিত হয়ে ওঠে। কলেজের নবিন এবং প্রবীণ শিক্ষার্থীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে কলেজে প্রবেশ করে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন