নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার কুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত মক্কাশাহী শোভা জর্দা, হাকিমপুরী ,সুরভী,সাব্বির,ও হেনাপাতী জর্দা সহ মোট ৮ প্রকারের জর্দা জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। সদরউপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে গাংনীর খোকন শেখের ছেলে রিমন নিকট থেকে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত মক্কাশাহী শোভা জর্দা, হাকিমপুরী,সুরভী,সাব্বির,ও হেনাপাতী জর্দা সহ মোট ৮ প্রকারের জর্দা জব্দ করা হয়।
ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ১০ ধারা ও বিধিঃ২০১৫ এর ৯এর১(ঙ) এসকল জর্দ্দা জব্দ করা হয়। বৈকুন্ঠ পুর পুলিশ ফাঁড়ির সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।