Home » মেহেরপুর হিজুলী গ্রামে ফারুক হোসেনের টমেটো চাষে লাভবান

মেহেরপুর হিজুলী গ্রামে ফারুক হোসেনের টমেটো চাষে লাভবান

কর্তৃক xVS2UqarHx07
103 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুরে কৃষি বিভাগের সহযোগীতায় আগাম শীতকালীন টমেটোর চাষ করে সফলতার নজির গড়েছেন সদর উপজেলার হিজুলি গ্রামের চাষী ফারুক হোসেন। মাত্র ৫ শতাংশ জমিতে শীতকালীন টমেটোর চাষ করে ইতোমধ্যে ঘরে তুলেছেন ৪০ হাজার টাকা। বর্তমান বাজার দর থাকলে লক্ষাধিক টমেটো বিক্রির আশা তার।

কৃষি বিভাগের সহযোগীতা নিরাপদ সবজি উৎপাদন এবং সুষম সার ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে মালচিং পদ্ধতিতে ৫ শতাংশ জমিতে আগাম শীতকালীন বারী-৮ জাতের টমেটোর চাষ করে সফলতা পেয়েছে সদর উপজেলার হিজুলি গ্রামের চাষী ফারুক হোসেন। তার টমেটো গাছে এখন এতো পরিমান টমেটো ্এসছে যে সে ইতোমধ্যে জমি থেকে টমেটো তুলে বিক্রি করে ঘরে তুলেছেন 40 হাজার টাকা।

চাষী ফারুক হোসেন জানায়,বর্তমান বাজার দর ৫০ টাকা কেজি ঠিক থাকলে এখনো ৭০-৮০ হাজার টাকার টমেটো বিক্রির আশা করছে চাষী। তার 5 শতাংশ জমিতে টমেটো চাষ করতে খরচ হয়েছে ১৫-১৬ হাজার টাকা। শীত থাকা পর্যন্ত এই টমেটো সে বিক্রি করবে। এলাকার অন্যান্য চাষীরা জানান, শীতকাল না আসতেই যে এতো টমেটো ধরে তাদের জানা ছিলনা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন