Home » মেহেরপুর হোটেল বাজার বিদ্যুতের পোলে ভয়াবহ অগ্নিকাণ্ড

মেহেরপুর হোটেল বাজার বিদ্যুতের পোলে ভয়াবহ অগ্নিকাণ্ড

কর্তৃক xVS2UqarHx07
255 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুর শহরের প্রাণকেন্দ্র হোটেল বাজার পপি ফার্মেসীর সামনে বিদ্যুতের পোলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার রাত আটটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে মেহেরপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক নুরুজ্জামান এর নেতৃত্বে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে অনেকগুলো বৈদ্যুতিক তার ও অন্যান্য তার একত্রিত হয়ে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসীরা বলছে ব্রডব্যান্ড ইন্টারনেটের লাইনের তারের কারণে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার এ ঘটনা ঘটেছে।

মেহেরপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নুরুজ্জামান বলেন, আমরা মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে মেহেরপুর শহরের হোটেল বাজারে এসে বৈদ্যুতিক পোলের অগ্নিকাণ্ড টি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

এদিকে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন আজকের মেহেরপুর কে বলেন, শুধুমাত্র ইন্টারনেট ও ব্রডব্যান্ডের লাইনের তারের কারণে এবং ডিসের লাইনের তারের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, এইসব ইন্টারনেটের লাইন এর কারণে মাঝেমাঝেই বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত কয়েকদিন আগেও কাঁসারি বাজারে আরো একটি পোলে আগুন লেগেছিল। এভাবে চলতে থাকলে আমার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, বৈদ্যুতিক পোল থেকে এসব ইন্টারনেট ব্রডব্যান্ডের লাইন সরিয়ে অন্য ব্যবস্থা করতে হবে, এর জন্য প্রয়োজনে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব।

০ মন্তব্য

You may also like

মতামত দিন