Home » মেহেরপুর ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে

মেহেরপুর ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
154 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ২৫ মার্চ কালরাত্রি নিহতদের স্মরণ করা হয়।

জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম মোমবাতি প্রজ্বলনের সূচনা করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, সদর থানার ওসি শাহা দারা খান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাশ্বত নিপ্পন চক্রবর্তীপ্রমূখ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন