নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল হান্নানে ও ভিকুর অত্যাচার ও নিপীড়নের হাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী গ্রামবাসী মানববন্ধন করে প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
আজ বিকেলে শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় স্কুলের সামনে ভুক্তভোগী গ্রামবাসীরা এই মানববন্ধন আয়োজন করেন।
এ সময় গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, আব্দুল হান্নান একজন ভূমিদস্যু, সন্ত্রাসী, মামলাবাজ এবং অত্যাচারি প্রকৃতির লোক। সে গ্রামের শত শত লোকের ভূমি দখল করে রেখেছে এবং তার প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সর্বস্বান্ত করার হুমকি দেয়। একটি মামলা নিস্পত্তি হওয়ার লক্ষণ দেখলেই অরেকটি মিথ্যা মামলা দায়ের করে রাখে।
তার অত্যাচার থেকে গ্রামবাসী রক্ষা পেতে চায়। তারা আরও অভিযোগ করেন হাইকোর্টের সুনির্দিষ্ট রায়ের পরও তারা তাদের বেদখল হওয়া জমি ফিরত পাচ্ছিলেন না, গত এক সপ্তাহ আগে মেহেরপুর-১ সংসদীয় আসনের সংসদ সদস্য ও মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনে হস্তক্ষেপ তারা জমির দখল পেলেও তার পর থেকে হান্নান, ভিকু ও তাদের দলবলের হুমকিতে নিরাপত্তা হীনতায় ভুগছে। মানববন্ধনে তারা এই ব্যাপারে প্রশাসন ও সর্বোপরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করেন।