আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার ১নং কুতুবপুর ও ২ নং বুড়িপোতা ইউনিয়ন নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তার কাছে নির্বাচনী সরঞ্জমাদী হস্তান্তর করেছে নির্বাচন কমিশন।
শনিবার দুপুরে মেহেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কবির আহমেদ এসব নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কবির আহমেদ জানান, ২৮ নভেম্বর অনুষ্ঠিত মেহেরপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার ১নং কুতুবপুর ইউনিয়ন ও ২নং বুড়িপোতা ইউনিয়নের জন্য এসব মালামাল হস্তান্তর করা হয়েছে।