Home » মেহেরপুরে ইয়েস বাংলাদেশের এর উদ্যোগে চারা বিতরণ

মেহেরপুরে ইয়েস বাংলাদেশের এর উদ্যোগে চারা বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
258 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুরে ইয়ূথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস), বাংলাদেশ এর উদ্যোগে সবুজ আন্দোলন এর সহযোগিতায় ২ হাজার ফলজ বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই গাছের চারা বিতরণ করেন তারা।
গাছের চারা বিতরণী অনুষ্ঠানে ইয়ূথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস), বাংলাদেশ এর মেহেরপুর জেলা আহবায়ক মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার এস এম মেহেরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার হোসেন।

এই সময় মেহেরপুর সদর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জাবের শান্তর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলন বাংলাদেশ এর পরিচালনা পরিষদের পরিচালক নিলুফার ইয়াসমিন রুপা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক বাবুল আক্তার মিঠু, আব্দুস সালাম, সাইদুর রহমান, মতিউর রহমান প্রমুখ।

পরে সেখানে ১ হাজার মেহগনি, ২০০ পেয়ারা সহ মোট ২ হাজার বিভিন্ন ধরনের ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
উল্লেখ, ইয়ূথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস), বাংলাদেশ সারা বাংলাদেশ শিশু এবং যুবকদের অধিকার আদায়ে সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক মূলক কাজ করে থাকে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন