নিজস্ব প্রতিবেদক:
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি’র) ৫১তম প্রতিষ্ঠা প্রতিষ্টা বার্ষিকী গন-প্রকৌশল দিবস আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইডিইবি’র সহ-সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আনিসুজ্জাম বকুল, মারুফ হোসেন,খাদেমুল ইসলাম মিঠু,আঃ রহমান,আমিনুল ইসলাম প্রমূখ।
এদিকে আইডিইবি’র ৫১তম প্রতিষ্ঠা প্রতিষ্টা বার্ষিকী গন-প্রকৌশল দিবস উপলক্ষে এর আগে সকালে একটি র্যালী বের করা হয়। মেহেরপুর জেলা আইডিইবির সভাপতি আব্দুর রহমানের নেতৃত্বে র্যালীটি মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ও জনপথ বিভাগ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।