Home » মেহেরপুরে গম ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মেহেরপুরে গম ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
182 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের গম ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

জমির মালিক ফিরাতুল ও স্থানীয়রা জানান, আজ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে গম কাটা যাবে কিনা দেখার জন্য জমিতে এসে ফিরাতুল দেখেন সাদা মতো কিছু একটা পড়ে আছে। কাছে গিয়ে তিনি ৩০-৩২ বছর বয়সী এক নারীর মরদেহ দেখতে পান।

এসময় ফিরাতুল ভয় পেয়ে দৌড়ে রাজ্জাকের ইট ভাটায় যান। পরে ভাটার শ্রমিকদের বললে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ ও তার পাশ থেকে ছিন্নভিন্ন পোশাক উদ্ধার করে।
মুুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে নিয়েছি।

নিহতের পরিচয় পাওয়া যায়নি । নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার গায়ের পোশোক পাশে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে ছিলো। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারন পাওয়া যাবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন