নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে গাঁজার গাছসহ মজিদুল ইসলাম(৩২)নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে আটক করে।আটককৃত মজিদুল ইসলাম সদর উপজেলার শিশিরপাড়া(ঈদগাঁহ পাড়া) জোয়াদ আলীর ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়,মেহেরপুর পৌর এলাকার শিশিরপাড়া(ঈদগাঁহ পাড়া) নিজের বাড়িতে গাঁজার চাষ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের ওসি সাইফুল আলমের নেতৃত্ত্বে এসআই অজয় কুমার কুন্ডু,এএসআই হেলাল উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মজিদুল ইসলামের বাথরুমের মধ্য থেকে গাঁজা গাছ উদ্ধার করে।পরে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ ভ্রামমান আদলত বসিয়ে মজিদুল ইসলামকে ৩মাসের বিনাশ্রস কারাদন্ড ও ১’শ টাকা জরিমানা করেন।