আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরে ৫০গ্রাম গাঁজাসহ শামসুল হক(৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে তাকে আটক করে। আটককৃত শামসুল হক মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, মেহেরপুর শহরের দাদা নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ৫০গ্রাম গাঁজাসহ হককে আটক করে। পরে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবু সাঈদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনের ২০০৮সালের ৩৬এর ২১ ধারা তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ১’শ টাকা জরিমানা করে।