নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে ০২কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করে। আটককৃত আনোয়ার হোসেন মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের হবিবর রহমান হবির ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের আশ্রয়প্রার্থী মাঠ এলাকা দিয়ে স্কুল ব্যাগের মধ্যে মাদক নিয়ে পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০২ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেনকে আটক করে। আটককৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।এ সময় জেলা ডিবি পুলিশের এসআই সুলতান মাহমুদ,এসআই বিশ্বজিৎ সরকার,এএসআই আহসান হাবীব প্রমূখ উপস্থিত ছিলেন।