Home » মেহেরপুরে চোর সন্দেহে ৩ জনকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী

মেহেরপুরে চোর সন্দেহে ৩ জনকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী

কর্তৃক xVS2UqarHx07
143 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোটা গ্রামে চোর সন্দেহে আনিস,বকুল এবং অপু নামের ৩ জনকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। মঙ্গলবার দুপুরের দিকে এ গণপিটুনির ঘটনা ঘটে।

গণপিটুনি স্বীকার ৩ জনকে সদর থানা পুলিশ উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণপিটুনির শিকার আনিস ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকান্দি গ্রামের সেকেন্দার আলীর ছেলে, বকুল একই উপজেলার চরগোয়াল গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং অপু মহেশপুর উপজেলার ঠান্ডু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় একটি ডিসকোভারি মোটরসাইকেল চুরি করে তিন চোর দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় গ্রামবাসীরা তাদের ধাওয়া করেন। গ্রামবাসীর ধাওয়া খেয়ে তারা কাঁঠালপোতা ব্রিজের নিকট পড়ে যায়। এসময় গ্রামবাসী তাদের গণপিটুনি শুরু করে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। তবে গণপিটুনির শিকার তিনজনের দাবি তারা ফল ব্যবসায়ী। পেয়ারা কিনতে তারা নিজ মোটরসাইকেল যোগে মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামে এসেছিলেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, গণপিটুনির শিকার তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সকলেই এখন চিকিৎসাধীন রয়েছে।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মেহেরপুরে হঠাৎ করে মোটর সাইকেল চুরির সংখ্যা বেড়ে গেছে।

মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামে চোর সন্দেহে তিনজনকে ধরে গণপিটুনি দেওয়া হচ্ছে,এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে জনগণের হাত থেকে তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা পার্শ্ববর্তী জেলা থেকে এসে চুরির ঘটনা ঘটায়। এলাকার সার্বিক পরিস্থিতি শুনে অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন