মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে ১১ ডিসেম্বর ২০২১ ইং থেকে ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাস্পেইন-২০২১ পালন উপলক্ষে সাংবাদিকদেও সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন মেহেরপুরের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের বাস্তবায়নে উক্ত ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় মেহেরপুরের সিভিল সার্জনের সভাকক্ষে ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়।
মেহেরপুর সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় মেহেরপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জানানো হয় যে, আগামী ১১ ডিসেম্বর থেকে ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।ক্যাম্পেইনের আওতায় ৪৬৯ টি কেন্দ্রের মাধ্যমে এবারে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ২৬১ জন শিশুদের নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী পর্যন্ত ৬১ হাজার ৮২১ জন শিশুদের লাল রঙয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।