নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর পৌরসভার গড় পুকুরের পানিতে ডুবে পানু খাতুন নামের (৯০) বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুন), বিকালের দিকে পানু খাতুনের মৃত্যু হয়। পানু খাতুন মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আব্দুর রশিদের স্ত্রী।
জানা গেছে, বিকালের দিকে পানু খাতুন মেহেরপুর শহরের গড় পুকুরে গোসল করার জন্য নামেন। এ সময় তিনি হঠাৎ করে পানিতে ডুবে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।