নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে পুলিশ অভিযান চালিয়ে সোহেল রানা ও হামিদুল ইসলাম নামের ২ জামায়াত নেতাকে আটক করেছে। বুধবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর ও রাধাকান্তপুর গ্রামে অভিযান চালিয়ে দুই জামায়াত নেতাকে আটক করে।
আটক সোহেল রানা সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের কামদেবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও সদর উপজেলা জামায়াতের আমীর। হামিদুল ইসলাম রাধাকান্তপুর গ্রামের হানিফ মিয়া ছেলে এবং বুড়িপোতা ইউনিয়ন আমীর ।আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি শেখ মইনুল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের দুটি দল কামদেবপুর ও রাধাকান্তপুর গ্রামে অভিযান চালিয়ে দুই জামায়াত নেতা কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা চলমান রয়েছে। যার মামলা নং ২২ তাং ১৪/০১/২৩, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি।তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।