আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে জহুরুল ইসলাম(৩৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাহতের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। আহত জহুরুল ইসলাম সদর উপজেলার পৌরসভাধীন ঘোষপাড়া রাকিবুল ইসলাম এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার খোকনের ছেলে পারভেজের সাথে কথা কাটাকাটির জের ধরে মারামারি ঘটনা ঘটে। ওই মারামারি ঘটনার জের ধরে আজ সন্ধ্যায় দুজনের মধ্যে আবারও কথাকাটাকাটি হলে এক পর্যায়ে পারভেজ তাকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।