নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে মেহেরপুর শহীদ শামসুজ্জোহানগর উদ্যান মফিজুর রহমান মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান সহ বিপুল পরিমান দর্শক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন।